• ঢাকা রোববার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১
logo

নতুন কর্মসূচি ঘোষণা মাদরাসা শিক্ষকদের

আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪১
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে মাদরাসা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন মাদরাসা শিক্ষকরা। রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করবেন তারা।

শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আল আমিন জানান, মাদরাসা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে গত ১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেনি। এ কারণে আগামী ২৬ জানুয়ারি রোববার অবস্থান ধর্মঘট থেকে সব শিক্ষককে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে এবং স্মারকলিপি দেওয়া হবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামছুল আলম, নির্বাহী সদস্য খোরশেদ আলম, মাওলানা জহুরুল আলম প্রমুখ।

আরটিভি/এমএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সুপারকে প্রাণনাশের হুমকি
দোয়ারাবাজারে প্রয়াত শিক্ষকদের স্মরণে সভা অনুষ্ঠিত
আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
স্মারকলিপি না দিয়ে ফিরে এলেন শিক্ষকরা