দশম গ্রেড দাবি
স্মারকলিপি না দিয়ে ফিরে এলেন শিক্ষকরা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় স্মারকলিপি জমা না দিয়ে ফিরে এসেছেন শিক্ষকদের একটি প্রতিনিধি দল।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে করে শিক্ষকদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় যান।
সেখান থেকে ফিরে এসে শিক্ষকদের প্রতিনিধি দলটি সংবাদ সম্মেলনে জানান, প্রধান উপদেষ্টার সহকারী আসার কথা থাকলেও আসেননি। পরে তাদের স্বারকলিপি গ্রহণকারীর কাছে জমা দিতে বললে তারা স্বারকলিপি জমা না দিয়ে ফিরে এসেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করবেন তারা।
প্রতিনিধি দলে ছিলেন মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।
এর আগে, এদিন বিকেল সাড়ে ৩টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। পরে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে আসলে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন তারা।
এ সময় শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে উপস্থিত পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন। পরে যমুনার উদ্দেশে রওনা দেয় শিক্ষকদের একটি প্রতিনিধিদল।
আরটিভি/আরএ/এআর
মন্তব্য করুন