ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০২:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চাকরিচ্যুত পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। 

এর আগে চাকরি ফিরে পাওয়ার দাবিতে পুলিশ হেডকোয়ার্টার থেকে সচিবালয় অভিমুখে রওনা করেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এরপর তারা শিক্ষা ভবনের সামনে গেলে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা জানান, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছেন তারা। অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও তারা দাবি করেন।

তারা জানান, বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহাল না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |