সারাদেশে গণহত্যাসহ বিভিন্ন মামলায় এজাহারভুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর দাবিতে রাজধানীর মিন্টো রোডে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে বাংলামোটর থেকে রওয়ানা দেন শিক্ষার্থীরা। পুলিশের বাধায় রাত পৌন ১টার দিকে মিন্টো রোডের মাথায় বসে পড়েন তারা।
এর আগে, রাতে আব্দুল হান্নান মাসউদ কয়েক মিনিটের ব্যবধানে ফেসবুকে দুটি পোস্ট দেন।
প্রথম পোস্টে তিনি লিখেন, আমার জন্মভূমি হাতিয়ায় সাবেক এমপি জলদস্যু মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের উপর গুলিবর্ষণ করা হয়েছে। প্রশাসন আছে, কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্রও আছে। আমার ভাইদের উপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, আমি যাচ্ছি। হয় জন্মভূমি, নয় মৃত্যু। দোয়া করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আরও লিখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, নেভি ক্যাম্পের পাশেই অস্ত্রভর্তি মোহাম্মদ আলীর আস্তানা।
দ্বিতীয় পোস্টে আব্দুল হান্নান মাসউদ লিখেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছি, ওখানে অবস্থান করবো রাত সাড়ে ১২টা থেকে। ওনারা ঘুমাবে, আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর গুলি করবে। যারা সঙ্গ দেবেন, আসতে পারেন।
পরে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে দাবি করে সাংবাদিকদের আব্দুল হান্নান মাসউদ বলেন, আজ রাতের মধ্যে সব অস্ত্র উদ্ধার করতে হবে। ৬ মাস পরও কিভাবে ছাত্র-জনতার উপর গুলি চালানো হয়! সামরিক বাহিনী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা কী করছেন! প্রত্যেক অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে হবে। সেই ঘোষণা না আসলে আমরা অবস্থান করবো।
আরটিভি/কেএইচ