ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফার্মগেটে আতঙ্ক ছড়ানো ব্যাগটি থেকে মিলল ৩ ককটেল

আরটিভি নিউজ 

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:০৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে বেলা ১১টা থেকে আতঙ্ক বিরাজ করছিল আনন্দ সিনেমা হলের কাছেই ফুটপাতে পড়ে থাকা একটি কালো ব্যাগ ঘিরে। খবর পেয়ে সেখানে গিয়ে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ডের ফুটপাতে থেকে ককটেলগুলো উদ্ধারের পর দুপুর ২টার দিকে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিষ্ক্রিয় করা হয়।  

পুলিশ জানায়, স্থানীয় মাধ্যমে খবর পেয়ে ওই কালো ব্যাগের ভেতরে তিনটি ককটেল দেখতে পায় শের-ই-বাংলা নগর থানা-পুলিশ। পরে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিট ককটেলগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করে।

বিজ্ঞাপন

শের-ই-বাংলা নগর থানা উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯ এর মাধ্যমে আমরা প্রথমে সোয়া ১১টার দিকে খবর পাই। পরে বোম্ব ডিস্পোজাল ইউনিটের সহায়তায় দুপুর সোয়া ১টার দিকে একটি কালো ব্যাগের ভেতর থেকে কালো কস্টেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে উদ্ধার করা ককটেলগুলো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে নেওয়া হয়। সেখানে বোম্ব ডিস্পোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

আরটিভি/এসএইচএম/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |