ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ম্যাটস শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আরটিভি নিউজ

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:১৫ পিএম


loading/img
সংগৃহীত ছবি

চার দফা দাবিতে লংমার্চ নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যেতে চাইলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে রওনা হলে হাইকোর্ট এলাকার সামনে তাদের ধাওয়া দেয় পুলিশ।

জানা গেছে, শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন ম্যাটস শিক্ষার্থীরা। লংমার্চটি শিক্ষাভবনের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

এর আগে, বেলা ১১টার দিকে শাহবাগে প্রায় ৩০০ শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেলে আলোচনা করতে শাহবাগ থেকে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যান স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী। এর মধ্যেই পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির সাত কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।

উল্লেখ্য, দেশে ১৬টি সরকারি এবং ৫১টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আছে। এসব ট্রেনিং স্কুল থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। এরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |