ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৫:২৭ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর কদমতলী থানার জুরাইন কলেজ রোড মিরু সড়ক এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাকিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাকিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে আসা দম্পতি ইমরান ও রিপা জানান, জুরাইন কলেজ রোড এক নম্বর মিরু সড়ক এলাকায় তাদের নির্মাণাধীন ভবনে সকাল ৬টার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশের সহযোগিতায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তিনি জানান, একটি নির্মাণাধীন ভবনে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |