ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দারাজের কর্মী নিহত

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ০২:৪৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু (২২) নামে বেসরকারি প্রতিষ্ঠান দারাজের এক কর্মী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এ ঘটনা ঘটে।  তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

আরমান হোসেন পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. রাজু জানান, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে পাপ্পুসহ কয়েকজন মিলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে পাপ্পু প্রস্রাব করার কথা বলে রাস্তার পাশে অন্ধকারে যান। একটু পরই অন্ধকার থেকে পাপ্পু ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ বলে চিৎকার করতে থাকেন। তখন অন্যরা দৌড়ে এগিয়ে গেলে তিন-চার ছিনতাইকারী সেখান থেকে দৌড়ে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পাপ্পুকে সেখানে পাওয়া যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাস্তার পাশে সেই অন্ধকার জায়গায় অন্য কয়েকজনকে আক্রমণ করেছিল ছিনতাইকারীরা। সেটি দেখেই তাদের বাঁচানোর জন্য চিৎকার করেছিলেন পাপ্পু। তখনই ছিনতাইকারীরা তার পায়ে ও মুখে ছুরিকাঘাত করে। তবে পাপ্পুর কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে পারেনি।

নিহত পাপ্পুর বাবা একরাম হোসেন বলেন, দারাজে রাত্রিকালীন ডিউটি করেন পাপ্পু। আজ রাত ৯টার দিকে অফিসে ডিউটি ছিল। সে সারাদিন বাসায় থেকে সন্ধ্যায় আমার কাছ থেকে ১০ টাকা নিয়ে বের হয়। ১০ মিনিট পরই খবর আসে, ছিনতাইকারীরা পাপ্পুকে কুপিয়ে জখম করেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শমরিতা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢামেক হাসপাতালে পাঠান। 

তিনি আরও জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আন্ধারমানিক গ্রামে। পরিবার নিয়ে তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় থাকেন। তিন ভাইবোনের মধ্যে পাপ্পু দ্বিতীয়। 

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |