চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা-ডাকাতিসহ এক ডজন মামলার আসামি শের আলী নিহত হয়েছে। ভোরে উপজেলার সরল ইউনিয়নের সরল ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, ১৩ রাউন্ড গুলি ও চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব । র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গভীর রাতে সরল ব্রিজের কাছে একদল ডাকাত ডাকাতি করতে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
খবর পেয়ে র্যাব সদস্যরা ওই এলাকায় যান। র্যাব সদস্যদের দেখে ডাকাতদল গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। দুইপক্ষের গুলি বিনিময়ের পর ডাকাতরা পালিয়ে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ শের আলীর মরদেহ উদ্ধার করা হয়। শের আলীর একটি ডাকাত দল ছিল। তারা সাগরে গিয়ে মাছ ধরার ট্রলারে লুট, জেলেদের জিম্মি-অপহরণ করে টাকা আদায় করতো।
জেবি
মন্তব্য করুন