• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি ইসরাফিল (ভিডিও)

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২০, ১৯:৪২

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম।

আজ সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে ইসরাফিল আলমের মরদেহ হেলিকপ্টারে করে রাণীনগরে পৌঁছায়। সেখান থেকে তার গ্রামের বাড়ি ঝিনাতে নেয়া হয়। সেখানে সব ধরনের মানুষ প্রিয় এই নেতাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর দুই দফা নামাজে জানাজা শেষ পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়। এসময় ইসরাফিলের ছেলে ইসতিয়াক আলম বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতা নিয়ে বেশ কয়েকদিন যাবত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে গত দুদিন থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে গত ২৩ জুন ইসরাফিল আলমের মা এসেদা রহমানের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর ১ মাসের মাথায় তিনি চলে যান না ফেরার দেশে। এদিকে প্রিয় নেতাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে নেতাকর্মীরা।

আরও পড়ুন: বাংলাদেশে পৌঁছাল ভারতের দেয়া ঈদ উপহার

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়