নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নবদম্পতিকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনার বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই দম্পতি। এ সময় জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
সম্প্রতি উপজেলার পেচাইন এলাকায় এক সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা তুলে ধরেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী মাজারুল ও মৌমিতা দম্পতি জানান, তারা দুজন স্বামী-স্ত্রী রাস্তার পাশে বালুর মাঠে দাঁড়িয়ে কথা বলার সময় স্থানীয় সন্ত্রাসী মাসুম, রমজান, ওয়াসিম ও শাহজাহানসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন যুবক তাদের আটক করে জোরপূর্বক ধরে নিয়ে যায় একটি বিল্ডিংয়ের ছাদে। সেখানে নিয়ে তাদের মারধর করা হয়। এ ছাড়াও স্বামী মাজহারুলের মাথায় অস্ত্র ঠেকিয়ে মৌমিতাকে ধর্ষণের হুমকি দিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ আলমের কাছ থেকে মিথ্যা বক্তব্য নেয়।
তারা আরও জানান, সেই মিথ্যা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে মাজহারুল ও তার স্ত্রী এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলমের সম্মানহানি করছে এ সন্ত্রাসীরা। তাই তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও যৌথ বাহিনীর সহযোগিতা প্রত্যাশা করছেন।
আরটিভি/এমকে