ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ

আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জুলাই ২০২০ , ১০:৩৭ পিএম


loading/img
পদ্মায় ভাঙনে ফেরিঘাট অকার্যকর হওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিরুট সাময়িকভাবে বন্ধ

পদ্মায় তীব্র ভাঙনে ফেরিঘাট অকার্যকর হয়ে যাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিরুট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিরুট ব্যবহারের পরামর্শ বিআইডব্লিউটিএ।

বিজ্ঞাপন

পদ্মায় তীব্র স্রোতের কারণে প্রতিদিনের মতো আজও (শুক্রবার) সন্ধ্যার পর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ঈদ যাত্রায় শিমুলিয়া ঘাটে জমানো সব গাড়ি ঢাকায় ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

কাঁঠালবাড়ি ফেরিঘাটে বিআইডব্লিটিসির ম্যানেজার আবদুল আলীম আরটিভি নিউজকে জানান, মুন্সীগঞ্জের কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে নদী গর্ভে বিলীন হয়ে গেছে পদ্মা সেতুর সংরক্ষিত অনেক উপকরণ।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, তীব্র স্রোতের কারণে কোনোভাবেই নির্বিঘ্নে ফেরি চলাচল করতে পারছে না। এ কারণে বিগত প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাতে ফেরি চলাচল বন্ধ থাকছে। তবে রাতে রোরো ঘাটসহ শিমুলিয়া প্রান্তে স্বাভাবিক অবস্থা থাকলে সকাল থেকে হয়তো আবার ফেরি চলাচল করতে পারে।

অপরদিকে শুক্রবার (৩১ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তীব্রস্রোত ও ভাঙনের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ। তাই বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারের জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিসি।

পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |