ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১০ মে ২০২৫ , ০৩:২১ এএম


ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এতে করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে পৈরতলা রেলক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে চলাচলকারী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৬০৩ নং মালবাহী ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি কিছুদূর যাওয়ার পর পৈরতলা রেলক্রসিংয়ের সামনে গিয়ে একটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয় এবং পাশের অপর একটি লাইনে পড়ে যায়। এতে আপ লাইন ও ডাউন লাইন বন্ধ হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হবে। দুর্ঘটনার কারণে চট্রগামগামী মহানগর এক্সপ্রেস নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে এবং সিলেটগামী উপবন এক্সপ্রেস নরসিংদী রেলস্টেশনে আটকা পড়ে আছে।

আরটিভি/এসএইচএম

 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission