ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

হঠাৎ নড়াইল সদর হাসপাতালে হাজির মাশরাফি

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০২ আগস্ট ২০২০ , ১০:৪১ এএম


loading/img
নড়াইল সদর হাসপাতালে রোগীদের খোঁজ নিচ্ছেন মাশরাফি

ঈদের দিন সন্ধ্যার পর আকস্মিক ভাবে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাশরাফি বিন মুর্তজা । করোনা চিকিৎসাসহ হাসপাতালে স্বাস্থ্য সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতেই হাসপাতালে উপস্থিত হন নড়াইল-২ আসনের সংসদ সদস্য। 

বিজ্ঞাপন

ছোটভাই মোরসালিন বিন মুর্তজার মোটরবাইকে শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জরুরি বিভাগের সামনে গিয়ে নামেন মাশরাফি। 

জরুরি বিভাগ ঘুরে তিনি ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীদের সুবিধা অসুবিধা জানতে চান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। 

বিজ্ঞাপন

কয়েকজন অসহায় দুঃস্থ রোগীকে আর্থিক সহায়তাও প্রদান করেন মাশরাফি। দায়িত্বরত চিকিৎসক, নার্সদের কুশলাদি জানতে তাদের সঙ্গে কথা বলেন। 

সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট ১টি করোনা ও ১০ শয্যার ১টি আইসোলেশন ওয়ার্ড রয়েছে। হাসপাতালে বর্তমানে কোনও করোনা পজেটিভ রোগী না থাকলেও, এ পর্যন্ত ৪৮জন করোনা রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। 

হাসপাতাল পরিদর্শন শেষে বের হয়ে মাশরাফি সাংবাদিকদের সঙ্গে হাসপাতাল পরিদর্শনের উদ্দেশ্য ও অভিজ্ঞতা সম্পর্কে বলেন।

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |