• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

হঠাৎ নড়াইল সদর হাসপাতালে হাজির মাশরাফি

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২০, ১০:৪১
MASHRAFE BIN MORTAZA
নড়াইল সদর হাসপাতালে রোগীদের খোঁজ নিচ্ছেন মাশরাফি

ঈদের দিন সন্ধ্যার পর আকস্মিক ভাবে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাশরাফি বিন মুর্তজা । করোনা চিকিৎসাসহ হাসপাতালে স্বাস্থ্য সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতেই হাসপাতালে উপস্থিত হন নড়াইল-২ আসনের সংসদ সদস্য।

ছোটভাই মোরসালিন বিন মুর্তজার মোটরবাইকে শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জরুরি বিভাগের সামনে গিয়ে নামেন মাশরাফি।

জরুরি বিভাগ ঘুরে তিনি ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীদের সুবিধা অসুবিধা জানতে চান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

কয়েকজন অসহায় দুঃস্থ রোগীকে আর্থিক সহায়তাও প্রদান করেন মাশরাফি। দায়িত্বরত চিকিৎসক, নার্সদের কুশলাদি জানতে তাদের সঙ্গে কথা বলেন।

সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট ১টি করোনা ও ১০ শয্যার ১টি আইসোলেশন ওয়ার্ড রয়েছে। হাসপাতালে বর্তমানে কোনও করোনা পজেটিভ রোগী না থাকলেও, এ পর্যন্ত ৪৮জন করোনা রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

হাসপাতাল পরিদর্শন শেষে বের হয়ে মাশরাফি সাংবাদিকদের সঙ্গে হাসপাতাল পরিদর্শনের উদ্দেশ্য ও অভিজ্ঞতা সম্পর্কে বলেন।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরী হত্যার দায়ে নড়াইলে একজনের যাবজ্জীবন
এবার কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
নড়াইলে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলা 
নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত