বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৯১ টি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার এই ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে প্রায় সকল দাপ্তরিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বন্ধ শেষে আজ সকালের দিকে লাইব্রেরি সংশ্লিষ্টরা লাইব্রেরিতে ঢুকে দেখেন লাইব্রেরির পেছন দিকের জানালা ভাঙ্গা। কম্পিউটারগুলো নেই। পরে তারা রেজিস্টার দপ্তরকে এ বিষয়ে অবহিত করেন।
এ বিষয়ে রেজিস্টার প্রফেসর ড. নুরউদ্দিন আহমেদ বলেন, সম্ভবত বিশ্ববিদ্যালয়ের পেছন দিয়ে নদীর (ক্যানাল) যে পথ আছে, ওই জায়গা দিয়েই চুরির ঘটনাটি ঘটেছে। মামলা করারও একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।
জেবি