রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী কলেজে শহীদ মিনার প্রাঙ্গণের এই আবক্ষ ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে, সকাল থেকে ম্যুরালটির সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে জয় বাংলা জিতবে আবার নৌকা গানের তালে তালে নেচে, গেয়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা। এরপর একদল শিক্ষার্থী সেই ম্যুরালের ওপরে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ মুজিবুর রহমানের ২৫ ফুট উঁচু ও প্রস্থ ২২ ফুটের ম্যুরালটিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ‘আবক্ষ ম্যুরাল’ বলে দাবি করা হতো। আবক্ষ ম্যুরালটি নির্মাণে প্রায় সাড়ে ১০ লাখ টাকা ব্যয় করা হয়েছে, যেটি জনগণের টাকা অপচয় করা হয়েছে। আজ সেটি ভেঙে ফেলা হলো।
ম্যুরাল ভাঙতে আসা আব্দুর রহিম বলেন, শেখ হাসিনার পরিবারের কোন সদস্যের স্মৃতিফলক বা নাম ফলক বাংলাদেশের কোন জায়গায় রাখা হবে না, এটি ছাত্র-জনতার সিদ্ধান্ত।
হৃদয় খান নামে অপর এক শিক্ষার্থী বলেন, শেখ মুজিবের আবক্ষ ম্যুরাল ভেঙে দেওয়া ফ্যাসিস্টদের জন্য যুগে-যুগে এটি একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।
শাকিলুর রহমান নামে একজন বলেন, জনতা গত ১৬ বছরের সব হিসাব বুঝে নিচ্ছে, আমরা আবারও জুলাই, আগস্টের মতো সকলে ঐক্যবদ্ধ, নতুন বাংলাদেশ আমারা আমাদের মতো করে গড়ে তুলবো।
আরটিভি/এমএ/এআর