ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে জরিমানা 

পঞ্চগড় সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ , ১১:৪৭ পিএম


loading/img

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্বাস্থ্য বিধি না মেনে চলাফেরা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে ১১ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার  (১৮ আগস্ট) দিনব্যাপী জেলার তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ১১ ব্যক্তিকে মোট ১২ হাজার ১৫০ টাকা জরিমানা করেন।

জানা যায়,  করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার প্রশাসনের   দেয়া স্বাস্থ্যবিধি ও নির্দেশ অমান্য করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে ১১ জনকে ১২ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, স্বাস্থ্যবিধি না মানায় ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে ১১ ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |