• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

সুস্থ হতে গিয়ে নিহত একই পরিবারের চারজন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২০, ১৬:২৪
road accident Symbolic image
প্রতীকী ছবি

টাঙ্গাইলে বাস-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছে।

আজ (২১ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল গ্রামের স্কুল শিক্ষক নওশাদ আলী, স্ত্রী স্কুল শিক্ষিকা শিউলী বেগম এবং শিউলী বেগমের বাবা সোহরাব হোসেন ও মা সালেহা বেগম।

এ দুর্ঘটনায় আল আমিনের বোন হাজেরা বেগম ও অটোরিক্সার চালক ফেরদৌস তরফদারকে গুরতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, ভূঞাপুর থেকে সিএনজি চালিত অটোরিক্সাযোগে নওশাদ ও তার পরিবারের লোকজন ডাক্তার দেখাতে টাঙ্গাইল যাচ্ছিলেন। তাদের বহনকৃত অটোরিকশাটি টাঙ্গাইল বাইপাস এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী সৈকত পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে বাকি তিনজনের মৃত্যু হয়।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়া যাওয়া হলো না বিল্লালের
বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
লরিচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১