• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ভাংচুর (ভিডিও)

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২০, ১৯:১০
The emergency department of the health complex was vandalized for allegedly killing a patient due to lack of oxygen
ছবিঃ সংগ্রহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে মোশারফ হোসেন নামে (৬৫) এক রোগীর মৃত্যু ঘটনায় তার স্বজনেরা জরুরি বিভাগ ভাঙচুর করেছে। এতে হাসপাতালের জরুরি বিভাগের চেয়ার টেবিলসহ অনেক জিনিসপত্র তছনছ হয়ে যায়।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত মোশারফ হোসেন উপজেলার লতিফপুর ইউনিয়নের বাসিন্দা।

নিহতের স্বজনদের অভিযোগ, নিজ বাড়িতে শারীরিক দুর্বলতা দেখা দিলে মোশারফ হোসেনকে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। পরে স্বাস্থ্যের অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এতে তার শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। কিন্তু দীর্ঘ সময় তাকে অক্সিজেন দেয়া হয়নি। এ অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে নিহতের স্বজনরা জরুরি বিভাগের টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, ওই রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। এর মধ্যে শরীরে দ্রুত হাইপো ভলিমিক শক প্রাপ্ত হন। এতে তিনি মারা যান। এখন কর্তব্যরত চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এ ঘটনায় আজ রংপুরের সিভিল সার্জনের নির্দেশনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে।

এনএম/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটকে হারিয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রংপুর 
দেশের রাজনীতিতে আ.লীগের কবর রচনা হয়েছে: নুর
সিলেট পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও চিটাগং, বাকিরা কোথায়?
খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর