সন্ধ্যায় পানি আনতে গিয়ে শফিউল্লাহ নামের এক এনজিও কর্মীর সঙ্গে উধাও হয়ে গেছেন রোহিঙ্গা এক যুবতি। গতকাল শুক্রবার সন্ধ্যায় উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ এ এই ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া তরুণীর নাম জয়নব বেগম (১৬)। সে মিয়ানমারের মংডুর জাহেদ হোসেনের মেয়ে। রোহিঙ্গা তরুণীর বাবা জাহেদ হোসেন জানান, শফিউল্লাহ দীর্ঘদিন ধরে এই ক্যাম্পে চাকরির সুবাদে আমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে।
আমার মেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় পানি আনার জন্য বের হয়ে আর ফিরে আসেনি। পরে অনুমান করে শফিউল্লাহর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কথা হয় আমার মেয়ের সঙ্গে। এখন মোবাইল ফোন বন্ধ করে রেখেছে শফিউল্লাহ।
এ বিষয়ে হ্নীলার আলী আকবর পাড়ার মোহাম্মদ আলীর ছেলে শফিউল্লার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি জয়নব নামের কাউকে চিনেন না।
এদিকে মেয়েকে ফিরে না পেলে থানায় অভিযোগ করবেন বলে জানান তরুণীর বাবা।
জেবি