ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

মধ্যরাতে স্বামীকে বের করে দিয়ে গলায় ফাঁস দিলো কিশোরী

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ , ০২:৪৪ পিএম


loading/img
ফাইল ছবি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিয়ের এক মাসের মাথায় আত্মহত্যা করেছে এক নববধূ। ঘটনাটি ঘটেছে চাঁদখানা ইউপির বসুনিয়া পাড়া গ্রামে গেলো বুধবার মধ্যরাতে।

বিজ্ঞাপন

বসুনিয়া গ্রামের রাজু আহমেদের মেয়ে রিংকির (১৫) প্রায়  এক মাস আগে বিয়ে হয় নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউপির লতিফপাড়া গ্রামের সাহিদুলের ছেলে লাজু মিয়ার (২৫) সঙ্গে। গত বুধবার রিংকি তারা স্বামীকে নিয়ে নানা শাহাদত হোসেনের বাড়িতে বেড়াতে যায়। রাতে খাওয়া-দাওয়া শেষ করে স্বামী-স্ত্রী এক বিছানায় ঘুমাতে যায়।

মধ্যরাতে নববধূ রিংকি তার স্বামীকে ঘড়ের বাইরে যেতে বললে সে বাইরে যায়। এ সময় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে স্বামী লাজু মিয়া দাবি করেন।

বিজ্ঞাপন

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল করে মর্গে পাঠিয়ে দিয়েছে। বাল্যবিবাহ দেয়ায় ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আউয়াল আরটিভি নিউজকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |