পেঁয়াজের দাম পাইকারি বাজারে বেশি, খুচরায় কম (ভিডিও)
দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারেরে চেয়েও পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।
আজ সোমবার প্রকারভেদে কেজি প্রতি পেঁয়াজে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
গতকাল যে পেঁয়াজগুলো বিক্রি হয়েছে ২৫ থেকে ৪০ টাকা আজ সেই পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৭০ টাকা এবং পচা পেঁয়াজের বস্তা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়।
এদিকে খুচরা বাজারে গতকালে কেনা পেঁয়াজগুলো প্রকারভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। খুচরা ব্যবসায়ীদের পেঁয়াজ কেনার সময় আমদানিকারকরা কোনও প্রকার রশিদ দিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
দাম বাড়ার কারণ হিসেবে পাইকারি ব্যবসায়ীরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে তারা জানান, ভারত হতে আমদানি বন্ধ এবং গত শনিবারের আমদানি হওয়া পেঁয়াজগুলো অধিকাংশই পচে গেছে যার জন্য পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।
জেবি
মন্তব্য করুন