• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভিপি নুরের বিচার চেয়ে ঢাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২০, ২০:১৩
Human chain, in DU than, rtv news
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরের বিচার চেয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের অভিযোগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এবং ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের বিচার চেয়ে মানবন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন রাজু ভাস্কর্যে ‘ভুক্তভোগীর সতীর্থবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কয়েকজন শিক্ষার্থী অংশ নেয়।

মানবন্ধনে থেকে বিচারপ্রত্যাশী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিরুদ্ধে না, আমাদের আন্দোলন ধর্ষকের বিরুদ্ধে। কোনও রাজনৈতিক প্রতিহিংসার জন্য নয়, ভুক্তভোগী যাতে সুষ্ঠু বিচার পায়, এটাই হচ্ছে আমাদের মানববন্ধনের মূল লক্ষ্য।’

এদিকে ছাত্রী ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। একইসঙ্গে ঘটনার সত্যতা যাচাইয়ে ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।

আজ বুধবার বিকেলে পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুপারিশসহ ঘটনার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিকট পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

গত রোববার ও মঙ্গলবার রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় ধর্ষণ, অপহরণ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে চরিত্রহননের অভিযোগে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও ডাকসুর সাবেক ভিপিসহ ছয় সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রী।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী ফ্যাসিস্টদের বিচার জনগণই করবে: গোলাম পরওয়ার
৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিলো ঢাবি
বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে: ড. ইউনূস
ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল দুই দিন