মঙ্গলবার সকাল সাড়ে দশটা। ঢাকা জেলা ও দায়রা জজ নতুন ভবনের সামনের রাস্তায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন এক ব্যক্তি। তার নাম সৈয়দ আহসান জালাল (৬০)। তার প্ল্যাকার্ডে লেখা, ‘ধর্ষকের যৌনাঙ্গ জনসম্মুখে কর্তনের আইন কর। অবলা নারীদের রক্ষা কর। বর্তমান আইনে ধর্ষণ বন্ধ হবে না।’
জালাল গণমাধ্যমকে জানান, দেশে দিনের পর দিন ধর্ষণ ও খুনের ঘটনা বাড়ছে। এর অধিকাংশ শিকার মধ্যবিত্ত পরিবারের নারী, কিশোরী অথবা শিশু। আইনের ফাঁক-ফোঁকর দিয়ে আসামিরা বের হয়ে আবার একই কাজে লিপ্ত হচ্ছে।
তিনি মনে করেন, প্রচলিত আইনে যে সাজা রয়েছে তাতে ধর্ষণ বন্ধ হবে না। এজন্য নতুন আইন চাই। প্রতিদিন ধর্ষণের খবর দেখে একজন বিবেকবান মানুষ ঘরে থাকতে পারে না। এজন্যই তিনি প্ল্যাকার্ড হাতে আদালতের সামনে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন
জেবি/এম