• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

‘কলেজের নাম পরিবর্তন করলেই জিয়াকে মুছে ফেলা যাবে না’

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২০, ১৪:১০
Zia cannot, be removed, just by changing, rtv news
ছাত্রদল নেতা মোক্তাদুল হক আদনানের বাড়িতে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান এই সরকার একটি অবৈধ সরকার।

তাদের যা ইচ্ছে তাই করছে। জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করলেই সাধারণ মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা যাবে না।

নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনানের বাড়িতে গিয়ে শুক্রবার রাতে স্বজনদের সঙ্গে কথা বলার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সব নিয়মনীতি আইন কানুন মেনে ১৯৯২ সালের ২৫ নভেম্বর কলেজটির নামকরণ করা হয় জয়পুরহাট শহীদ জিয়া কলেজ।

এই সরকার নিয়ম নীতি তোয়াক্কা না করে অবৈধভাবে শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করেছে। আর এই প্রতিবাদ করতে গিয়ে আমাদের ছাত্র নেতা মোক্তাদুল হক আদান কারাগারে আছে। আমরা আদনানের মুক্তি দাবি করছি। পাশাপাশি শহীদ জিয়ার নামে প্রতিষ্ঠিত কলেজের নাম মুছে ফেলানো হলেও আইনি লড়াইয়ের মাধ্যমে পুনর্বহাল করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির সহ- সভাপতি ফজলুর রহমান, অধ্যক্ষ শামছুল হক, আমিনুল হক বকুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের সভাপতি ওবাইদুর রহমান সুইট ও সহ-সভাপতি আবু রায়হান উজ্জ্বল।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই শুরু
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি দোলন, সম্পাদক তালহা
নানা আয়োজনে রাবি প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন