ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৫:২৭ পিএম


loading/img

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। একই সঙ্গে সড়কে স্বাভাবিক হয়েছে যান চলাচল। ৬ দফা দাবিতে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ শেষে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবারের (১৬ এপ্রিল) আন্দোলন স্থগিত করায় বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়।  

তবে বুধবারের (১৬ এপ্রিল) মধ্যে দাবি না মানলে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলেন, ৬ দফার সব দাবি মানতে হবে। আজ বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে আজ রাতের মধ্যে সন্তোষজনক সিদ্ধান্ত না এলে আগামীকাল রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে একই দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, আন্দোলন স্থগিতের পর থেকেই পর্যায়ক্রমে ট্রেন আসা শুরু হয়েছে। 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধভাবে দেওয়া পদোন্নতির রায় হাইকোর্ট থেকে বাতিল করা, ‘ক্র্যাফট ইনস্ট্রাক্টর’ পদবি পরিবর্তন করে মামলার সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থায়ীভাবে চাকরিচ্যুতসহ ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত এসব ক্র্যাফট ইনস্ট্রাক্টরের নিয়োগ সম্পূর্ণ বাতিল করা, বিতর্কিত নিয়োগবিধি দ্রুত সংশোধন করা, ডিপ্লোমা নেই ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করা ও এর পরিবর্তে উন্নত বিশ্বের মতো চার বছর মেয়াদি, মানসম্পন্ন কারিকুলাম চালু করে একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে পরিচালনার ব্যবস্থা নেওয়া, উপসহকারী প্রকৌশলী ও সমমানের (১০ম গ্রেড) পদ ডিপ্লোমা নেই ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও অনেক সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তাদের নিচু পদে নিয়োগ দেওয়া হচ্ছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা ও কারিগরি খাত পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সব গুরুত্বপূর্ণ পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ অবিলম্বে নিষিদ্ধ করা।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |