ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ধর্ষণ মামলায় আটক ১, বাকিরা পলাতক

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২০ , ০৬:৪৪ পিএম


loading/img
চট্টগ্রামে ধর্ষণ মামলায় আটক ১

চট্টগ্রামের পটিয়ায় আমজুরহাট এলাকায় ধর্ষণের ঘটনায় এক আসামিকে আটক করলেও চার আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। 

বিজ্ঞাপন

রোববার বিকেলে চট্টগ্রাম পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে পটিয়া থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার মূল হোতা সিএনজি অটোরিকশা চালক সোহেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ডাকাতি করতে গিয়ে মা ও মেয়েকে ধর্ষণ

পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগর থেকে চন্দনাইশ যাওয়ার পথে পটিয়ায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই নারী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বোনের বাড়ি চন্দনাইশের দোহাজারির উদ্দেশ্যে কর্ণফুলী ব্রিজ থেকে মিনিবাসযোগে পটিয়ার শান্তিরহাট নামেন। সেখান থেকে সিএনজি অটোরিকশা করে পটিয়া কাগজিপাড়া এলেই, বিপরীত দিক থেকে ব্যাটারিচালিত একটি রিকশায় চড়ে আসা ধর্ষকরা মহিলার গাড়িটিকে ঘুরিয়ে আমজুর হাটের দিকে নিয়ে যায়। সেখানে সিএনজি অটোরিকশা চালক সোহেলসহ পাঁচজন মিলে তাকে ধর্ষণ করে। পরে তিনি শুক্রবার রাতে পটিয়া থানায় পাঁচজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। 
জিএম/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |