• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

খালি ঘরে ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে যুবক আটক

স্টাফ রিপোর্টার, নরসিংদী, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২০, ১৬:৫০
The youth was arrested, in Hatena for raping, rtv news
আটককৃত তৌকির

নরসিংদীর পলাশ উপজেলায় ১৭ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী এলাকার ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন।

এ ঘটনায় গতকাল শুক্রবার গভীর রাতে তৌকির নামে একজনকে আসামি করে পলাশ থানায় মামলা দায়ের করেন ওই কিশোরীর মা। মামলার পর অভিযুক্ত তৌকিরকে আটক করেছে পুলিশ। আটককৃত তৌকির (২১) উপজেলার গজারিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার রিপন সরকারের ছেলে।

আরও পড়ুনঃ

মা কারখানায়, অসুস্থ মেয়েকে ধর্ষণ করলো বাবা

সালিসের টাকা পেল না দলবেঁধে ধর্ষণের শিকার কিশোরী

জমজ বোনসহ ৩ মেয়েকে ধর্ষণ করে বাড়িওয়ালা

ওই কিশোরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল রাতে ঘটনার সময় ওই কিশোরী বাড়িতে একা ছিলেন। ওই সময় অভিযুক্ত তৌকির ওই বাড়িতে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করতে গেলে তার চিৎকারে পাশের ঘর থেকে মামাতো ভাই এগিয়ে এসে তৌকিরকে আটক করে। পরে পলাশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই অভিযুক্ত তৌকিরকে আসামি করে মামলা দায়ের করেন কিশোরীর মা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় মিলল
সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ২ যুবক আটক
সীমান্ত থেকে ভারতীয় কিশোর আটক 
স্বতন্ত্র বিচার বিভাগ ও বিচারক নিয়োগে কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে