অবৈধভাবে ভারতের প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুরে ১২ নারী ও ২ শিশুসহ ২০ জনকে আটক করেছে বিজিবি। এ ছাড়া, পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল ও ওষুধ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকদের ছয় জন পুরুষ হলেন- যশোরের অভয়নগরের বর্ণি গ্রামের আজিজুর রহমানের ছেলে আসাদুল রহমান (৩১), খুলনার ডুমুরিয়া থানার হাজিভাংগা গ্রামের গির্জাকান্ত রায়ের ছেলে সুশেন কুমার রায় (৪৭), পিরোজপুরের স্বরুপপুর থানার সংগীতকাঠি গ্রামের বিধান বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস (২০), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মতিনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ মিয়া (২৬) ও গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষালকান্দি গ্রামের মনোজ বিশ্বাসের ছেলে মনীষ বিশ্বাস (২৫)। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আইনগত বাধ্যবাধকতার কারণে নারী ও শিশুদের নাম পরিচয় প্রকাশ করেনি বিজিবি।
বিজিবি জানায়, বাঘাডাংগা বিওপির সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে ৫ জনকে আটক করা হয়। বিকাল ৬টার দিকে অপর এক অভিযানে পলিয়ানপুর বিওপির নায়েব সুবেদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ৪ জনকে আটক করে বিজিবি।
এ ছাড়া, পৃথক অভিযানে বেনীপুর বিওপির সুবেদার মো. শরাফত আলীর নেতৃত্বে ৭ জন ও কুমিল্লাপাড়া বিওপির হাবিলদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে একজন এবং কুসুমপুর বিওপির নায়েব সুবেদার মো. আবুল হাসান খানের নেতৃত্বে ৩ জনকে আটক করে বিজিবি।
এ ছাড়া, সীমান্তের উথলী, মাটিলা ও জীবননগর বিওপির সদস্যরা পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ, ৪৮ বোতল ফেনসিডিল ও ২৮৯ বোতল হোমিওপ্যাথি ওষুধ উদ্ধার করে বিজিবি সদস্যরা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে এবং আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।
আরটিভি/কেএইচ