চট্টগ্রামে এক তরুণীকে জোর করে রিকশা থেকে নামিয়ে গণধর্ষণের অভিযোগে আটক আটক আসামির মধ্যে প্রধান আসামি জাহাঙ্গীরকে পাঁচ দিন, বাকি আসামিদের তিন দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।
শনিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমিনের আদালত এই আদেশ দিয়েছেন।
এর আগে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আসামি আসামী জাহাঙ্গীর, ইউসুফ, রিপন, সুজন, দেবু, শাহেদ, রিন্টু ও মনোয়রা বেগমকে আদালতে আনা হয়।
গত বৃহস্পতিবার রাতে রাঙ্গুনীয়া থেকে শহরের বাসায় আসার পথে কাপ্তাই রাস্তার মাথায় তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণ করে আসামিরা।
দুর্বৃত্তদের কবল থেকে মুক্তি পেয়ে মহিলা নিজেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হয়। এ ঘটনায় মহিলার কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ গতকাল শুক্রবার আট জনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনঃ
ধর্ষণের বিচার চেয়ে অনশনে থাকা ঢাবি ছাত্রী অসুস্থ
ধর্ষণের সময় ধরা খেয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়েছিল শাহীন
বৈরুতে এবার ফুয়েল ট্যাংক বিস্ফোরণে নিহত ৪
জেবি