• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

পুকুর ভরাটের অপরাধে চেয়ারম্যানকে ৩ লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২০, ০৯:২৩
Chairman fined, Tk 3 lakh for filling,rtv news
সীতুকণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় পরিবেশের ক্ষতি সাধন করে পুকুর ভরাটের অপরাধে সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

আজ বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পুকুর ভরাট করে পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে এই জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তাতে বলা হয়, সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর মৌজার কাজিবাড়ির নুর মোহাম্মদের বাড়ির পুকুর ভরাট করার অপরাধে চেয়ারম্যান সালাউদ্দীন আজিজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জরিমানার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ আরটিভি নিউজকে জানান, একটি কুচক্রিমহল তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরকে মিথ্যা তথ্য দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে।

তিনি আরও বলেন, আমি কোনও পুকুর ভরাট করিনি। আমি এই রায়ের বিরুদ্ধে আদালতে যাব।

জেবি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৬৩ লাখ টাকা জরিমানা
চাঁদপুরে ২২ দিনে টাস্কফোর্সের অভিযানে ২১৪ জেলে আটক
কিশোরগঞ্জে ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার