ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় চার নেতার নেতৃত্বেই বাংলাদেশের জন্ম হয়েছিল: তাপস

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০ , ১২:৫৪ পিএম


loading/img
জাতীয় চার নেতার প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ফুলেল শ্রদ্ধা

জাতীয় চার নেতার নেতৃত্বেই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। তারা বেঁচে থাকলে দেখতেন, তাদের সেই বাংলাদেশ আজ কীভাবে এগিয়ে যাচ্ছে। তারা ত্যাগের মহিমায় নজির সৃষ্টি করে গেছেন। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাধাজধানীর বনানী কবরস্থানে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, জেল হত্যা দিবস জাতির কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে জেলের ভেতর নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি মেয়র বলেন, জাতীয় চার নেতা ত্যাগের মহিমায় নজির সৃষ্টি করে গেছেন। সেই ত্যাগকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বিশ্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |