ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বিজয় দিবস জাতীয় নাইন বলে চ্যাম্পিয়ন সাগর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ১১:০৭ এএম


loading/img
ছবি- সংগৃহীত

বিজয় দিবস জাতীয় নাইন বল ২০২৪ পুল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন। টুর্নামেন্টের রুদ্ধশ্বাস ফাইনালে মহিবুল হাসান রিফাতকে ১২-১৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল্লাহ সাগর।

বিজ্ঞাপন

৬ দিন ব্যাপী এই টুর্নামেন্টে সারাদেশ থেকে অংশ নেন ১০৭ জন প্রতিযোগী। ফাইনালে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ফেডারেশনের বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শামসুদ্দিন, বিসিবির পরিচালক ফাহিম সিনহা ও ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াসাদ করিম ভূইঁয়া। 

ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। চ্যাম্পিয়ন হয়ে ৬০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন আব্দুল্লাহ সাগর।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর ফেডারেশনের এমন টুর্নামেন্ট আয়োজনে উচ্ছ্বসিত খেলোয়াড়রা। নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের দাবি তাদের। আর এই খেলাকে বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দিতে চান ফেডারেশনের সভাপতি। যার জন্য সরকার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর সাহায্য চেয়েছেন তিনি।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |