ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

পাবিপ্রবি সহযোগী অধ্যাপকের একক অবস্থান কর্মসূচি

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০ , ০৪:৪১ পিএম


loading/img
পাবিপ্রবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আব্দুল আলীম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদসহ আট দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একক অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আব্দুল আলীম। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি একক অবস্থান কর্মসূচিতে বসেছেন।

বিজ্ঞাপন

একক অবস্থান কর্মসূচিতে অবস্থানকারী ড. আব্দুল আলীমের  আট দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুস সুবহানকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড থেকে অপসারণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপকদের এই বিশ্ববিদ্যালয়ে দেওয়া চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, শিক্ষকদের প্রমোশন নীতিমালা ও নিয়মভঙ্গ করে দেওয়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, আধুনিক ভাষা ইন্সটিটিউট পুনরায় অর্গানোগ্রামে যুক্ত করতে হবে এবং এই ইন্সটিটিউটে অ্যাডহক-ভিত্তিতে চাকরি করা দুই শিক্ষকের বেতন পুনরায় চালু করতে হবে, শিক্ষক-হয়রানি বন্ধসহ শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ বন্ধ, বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে নিয়োগকৃত চেয়ারম্যান-ডিনদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে, ভাইস-চ্যান্সেলর পদের মর্যাদা রক্ষায় বর্তমান উপাচার্য কর্তৃক ক্ষমতার অপব্যবহার করে ফাঁকি দেওয়া বিপুল অঙ্কের বাড়িভাড়া বিশ্ববিদ্যালয় তহবিলে ফেরত ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়নাধীন প্রায় পাঁচশত কোটি টাকার প্রকল্পের কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রোস্তম আলী মোবাইল ফোনে জানান, বিশ্বববিদ্যালয়ের উন্নয়ন ও শান্ত পরিবেশ নষ্ট করতেই জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে আব্দুল আলীম। তার এ ধরনের কর্মকাণ্ডের তিনি ঘৃণা জানান।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |