বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের খসড়া প্রকাশ করা হয়েছে। ড্যাপে জনঘনত্ব অনুযায়ী, ঢাকায় সর্বোচ্চ আটতলা ভবন নির্মাণের সুযোগ রাখা হয়েছে। তবে জমির ৪০ থেকে ৬০ শতাংশ উন্মুক্ত রাখলে ভবনের উচ্চতা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। গত ২ সেপ্টেম্বর ড্যাপের খসড়া প্রকাশ হলেও রাজধানীতে বহুতল ভবনের উচ্চতা নির্ধারণ চূড়ান্ত করতে আরও দুই মাস সময় বাড়িয়েছে সরকার।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে পুনর্গঠিত ড্যাপ কমিটির প্রথম সভায় এই সময় বাড়িয়ে দেওয়া হয়।
রাজধানীর সড়ক ব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রী বলেন, একটা শহরে ২৫ শতাংশ যোগাযোগ ব্যবস্থা থাকতে হয়, সেখানে (ঢাকায়) পাঁচ শতাংশের কিছু বেশি আছে। ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের প্রচেষ্টার পরেও ঠিকঠাক না হলে ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হবে বলেও জানান তিনি।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দীন, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পাদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ছাড়াও পুনর্গঠিত ড্যাপ কমিটিতে থাকা বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
এফএ/পি