ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কমিশনারের বিরুদ্ধে মানববন্ধনসহ সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শতাধিক মৎস্য খামারি।
আজ সোমবার সকালে সদর ইউনিয়নের পূর্ব সুজাপুর বেড়িবাঁধ এলাকায় মানববন্ধন করা হয়।পরে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ব্যবসায়ীরা মানববন্ধনে জানান, গেলো ১৪ নভেম্বর বিকেলে কোনও প্রকার নোটিশ কিংবা পূর্ব ঘোষণা ছাড়াই অবৈধ স্থাপনার অজুহাত দেখিয়ে চর খোয়াজ, চর লামছি, থাক খোয়াজ লামছির মৎস্য ব্যবসায়ীদের মাছের খামারের নির্ধারিত ঘর ভাংচুর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এ্যাসিল্যান্ড।
এ সময় তারা লাখ টাকার মাছের খাদ্য নষ্ট করে ফেলেন। পাশাপাশি ভূমি মালিকদের প্রায় ৪০ লাখ টাকা মূল্যের স্কেভেলটর মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেন। এতে তারা চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এভাবে অত্যাচার করলে সরকারের মাছে-ভাতে বাঙালি স্লোগান বিলুপ্ত হবে বলে তারা জানান।
জেবি