নাটোরের লালপুরে গলায় ওড়না পেঁচিয়ে মাবিয়া বেগম (৫১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার মমিনপুর গ্রামের আফজালের স্ত্রী।
গতকাল শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মমিনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাতে খাবার খেয়ে সকলের অগোচরে মাবিয়া বেগম তার নিজ শোবার ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তার স্বামীসহ পরিবারের সদস্যরা এসে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশকে খবর দিলে রাতেই মরদেহ উদ্ধার করে লালপুর থানায় নিয়ে যায় তারা।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা আরটিভি নিউজকে জানান, খবর পেয়ে রাতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকালে ময়নাতদন্তের মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জেবি