ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২০ , ১২:৩৯ পিএম


loading/img
চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে রুবি  আকতার নামে এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার  করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তার মরদেহ উদ্ধার  করা হয়েছে।

বিজ্ঞাপন

 তবে, নিহত রুবি আকতারের বাবা রাজা মিয়া বলেন, গেলো দুই বছর আগে চন্দনাইশের আশ্রম এলাকায় অটোরিকশাচালক মহিউদ্দিনের সঙ্গে বিয়ে হয়। প্রায় সময় যৌতুকের জন্য স্বামী নির্যাতন করত রুবি আকতারকে।

 ইতোমধ্যে মেয়ের সুখের জন্য মেয়ের জামাইকে একটি অটোরিকশাও কিনে দেন। এরপরেও  যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। স্বামীর নির্যাতনে গতকাল মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন রুবির বাবা। এ ব্যাপারে চন্দনাইশ থানার সাব ইন্সপেক্টর জাকির হোসেন আরটিভি নিউজকে জানান, প্রাথমিক আলামতে মেয়েটি আত্মহত্যা করেছে বলে মনে হয়েছে।

 ময়নাতদন্তের  পর মামলা নেওয়া হবে বলে জানান তিনি। নিহত রুবি আকতারের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে  রয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |