ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নিখোঁজের পর শিশুর মরদেহ পুকুরে

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ , ০৮:৪৬ পিএম


loading/img
কুষ্টিয়া

নিখোঁজের একদিন পর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহির মোড় এলাকার একটি পুকুর আজ মঙ্গলবার মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত শিশুর নাম মিম খাতুন (৮)। সে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের সির্জাপুর এলাকার মদন আলীর মেয়ে। 

জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহম্মদ শওকত গণমাধ্যমকে জানান, মিম গতকাল সোমবার বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন তাকে না পেয়ে এলাকায় মাইকিং করে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার পার্শ্ববর্তী মুসার পুকুরে স্থানীয়রা মিমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

ভেড়ামারা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হাবিব জানান, পুকুরের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |