মাদারীপুরের কালকিনি উপজেলায় রাতের আঁধারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার উত্তর রাজদী গ্রামে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম আবু কালাম ঘরামী (৩৫)। তিনি কালকিনির পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের আবদুল হক ঘরামীর ছেলে।
এলাকাবসী সূত্রে জানা যায়, রাজদী গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো আবু কালামের। এই সম্পর্কের জের ধরে গতকাল মঙ্গলবার রাতের আঁধারে দেখা করার জন্য ওই প্রবাসীর স্ত্রীর ঘরে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে কালামকে ঘরের মধ্যে আটকে রাখে। পরে তাকে কালকিনি পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় আবুল হাওলাদারসহ বেশ কয়েকজন বলেন, আবু কালাম গতকাল মঙ্গলবার রাতে পরকীয়া প্রেমিকার সঙ্গে অনৈতিক কাজ করতে গেলে এলাকাবাসী তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
দুবাই প্রবাসী বলেন, আমি কালামের দৃষ্টান্তমূলক বিচার চাই। সে আমার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক করে আসছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, ওই যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে।
জেবি