ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

‘জাতির পিতার সম্মান রক্ষা করা সাংবিধানিক দায়িত্ব’

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি নিউজ

শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ , ১২:৫২ পিএম


loading/img
মানিকগঞ্জে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননার প্রতিরোধে গণকর্মচারীদের সমাবেশ

সারাদশের মতো মানিকগঞ্জেও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননার প্রতিরোধে গণকর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ জেলা শহরের মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে (বিজয় মেলার মাঠ) এই সমাবেশের আয়োজন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন।

মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দিকা, পুলিশসুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আলী হোসাইন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর রফিকুল ইসলাম তালুকদার,  গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর ও কৃষি বিভাগের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, শেখ মুজিবুর রহমান কোনও দলের সম্পদ নয়। তিনি দেশের সম্পদ। তিনি জাতির পিতা। আমাদের বক্তব্য হলো- জাতির পিতা একটি সাংবিধানিক বিষয়। জাতির পিতার সম্মান রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এই সম্মানটি রক্ষা করার জন্য আমরা সরকারি কর্মচারিরা বাংলাদেশের সকল মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। সেইসঙ্গে, আজকের সমাবেশের মাধ্যমে আমরা প্রতিক্রিয়াশীল সেইসব গোষ্ঠীকে জানিয়ে দিতে চাই, ধর্ম-বর্ণ নির্বিশেষে যেখান থেকেই আসুন না কেন-জাতির পিতার প্রতি অসম্মান এই বাঙালি, এই দেশের কোনও মানুষ কিংবা বাঙালি এবং কোনও গণকর্মচারী সহ্য করবে না।

আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলমান এই সমাবেশে অংশ নেন জেলার সকল সরকারি অধিদপ্তরের প্রধানসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |