আসন্ন পৌর নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ পৌরসভা নির্বাচন। পৌর নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জানান দিচ্ছে আসন্ন নওগাঁ পৌরসভার নির্বাচন।
নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সাধারণ মানুষের মধ্যে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে শুরু হয়ে গেছে নানান জল্পনা-কল্পনার।
কোন দল থেকে কে হচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থী তাই নিয়ে পৌরবাসীর মধ্যে চলছে ব্যপক আলোচনা-সমালোচনা।
আসন্ন নওগাঁ পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা নিজেকে মেয়র প্রার্থী হিসাবে মনোনয়ন চেয়ে আবেদন করেন।
এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে প্রবীণ এই রাজনীতিবিদ। নওগাঁ পৌরবাসীর চাওয়া সিনিয়র এই রাজনৈতিক নেতাকে আসন্ন পৌর নির্বাচনে মেয়র হিসাবে দেখতে চায়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল বাণিজ্যমন্ত্রী এবং উত্তরবঙ্গের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জননেতা আব্দুল জলিলের আদর্শে গড়া এই নেতা মেয়র প্রার্থী হওয়ায় সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে সাড়া জেগেছে। এদিকে এই সিনিয়র নেতাকে মেয়র করার লক্ষে প্রতিদিন কর্মীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গণসংযোগ, পথসভা, মতবিনিময় শুরু করছেন। পৌর নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষদের কাছে।
মেয়র প্রার্থী নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জননেতা আব্দুল জলিল নওগাঁ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় পরিণত করতে চেয়েছিলেন।
কিন্তু নিয়তির বিধানে তিনি আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। তার স্বপ্নও মাটি হয়ে গেছে। নওগাঁ পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হওয়ার পরেও পৌরসভার অধিকাংশ রাস্তা চলাচলের অযোগ্য বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা একেবারে অচল।
এর অন্যতম কারন নওগাঁর পৌর মেয়র অন্য মতাদর্শের হওয়ার ফলে সহযোগিতার অভাব। তাই নওগাঁ পৌরবাসীর কাছে আমার আকুল আবেদন আগামী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগে মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেতা আব্দুল জলিলের স্বপ্ন আধুনিক পৌরসভা গঠনে সহায়তা করুন, এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
তিনি আরও বলেন, যদি আমি নৌকা মার্কার প্রার্থী হতে পারি তাহলে আমি বিজয় লাভ করে নওগাঁ পৌরসভাকে মাদক, সান্ত্রাসমুক্ত ও আধুনিক ডিজিটাল মডেল পৌরসভা হিসেবে পৌরবাসীকে উপহার দিব।
প্রসঙ্গত, বর্তমানে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ ১৬ হাজার ৯১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ১৭৫জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৯১৬ জন।
১৯৬৩ সালের ৭ ডিসেম্বর ৩৮ দশমিক ৩৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে যাত্রা শুরু করা নওগাঁ পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয় ১৯৮৯ সালে।
জেবি