সৈয়দপুর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ওবায়দুর রহমান।
বিজ্ঞাপন
শারীরিক অসুস্থার কথা উল্লেখ করে আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে মনোনয়নপত্র প্রত্যাহার রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে জানান।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, বিএনপি প্রার্থীর লিখিত প্রত্যাহারপত্র গ্রহণ করা হয়েছে। এতে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এখন মেয়রপদে পাঁচ জন প্রার্থী রইলো।
বিজ্ঞাপন
এ ব্যাপারে বিএনপি প্রার্থীর মোবাইলফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এফএ