মানিকগঞ্জের ১৭১ জন প্রতিবন্ধী ও অস্বচ্ছল ব্যক্তি পেলেন সেলাই মেশিন ও কম্বল। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম বলাকা সংসদ প্রাঙ্গণ থেকে তাদের হাতে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব ঢাকা-নর্থ ও ইনার হুইল ঢাকা’র আর্থিক সহায়তায় ২১ জনকে শেলাই মেশিন ও ১৫০ জনকে কম্বল দেওয়া হয়।
মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিবন্ধী ও অস্বচ্ছল ব্যক্তিদের মদ্যে শেলাই ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা-নর্থের প্রেসিডেন্ট আব্দুল মজিদ, সাবেক প্রেসিডেন্ট নাহার ফেরদৌসি, লায়লা রোজী ও শাম্মী শের, ইনার হুইল-ঢাকা’র প্রেসিডেন্ট সাজেদা আক্তার, সদস্য রাজিয়া সুলতানা, রোটারিয়ান আফসানা পারভীন, হেলেন মজিদ, সেলিমা খাতুন, মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সমন্বয়কারী অ্যাডভোকেট মাসুদুল হক মাসুদ, বলাকা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এবিএম হেলাল উদ্দিন ও কার্যকরী সদস্য অ্যাডভোকেট ফারুক হোসেন।
প্রসঙ্গত, করোনার সংক্রমনরোধে সামাজিক দূরত্ব রক্ষা করে এবং মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি রক্ষা করেই এসব সহায়তা বিতরণ করা হয়।
জেবি