আগামী আগস্ট মাসে তিনটি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের সময়সূচি ঘোষণা করে।
আগামী ১৩ আগস্ট ভারতীয় ক্রিকেট দল ঢাকায় আসবে। এরপর ১৭ আগস্ট মিরপুর স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমূুখি হবে এই দুই দল।২০ আগস্ট সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ২৩ আগস্ট সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল টি-টোয়েন্টিতে মাঠে নামবে। ২৬ আগস্ট চট্টগ্রামের একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে।
এই সিরিজ নিয়ে আশাবাদী বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরি সুজন। এই সিরিজ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আমরা আশা করছি এই সিরিজটি বেশ ঝাঁকঝমকপূর্ণ হবে এবং ক্রিকেটপ্রেমীরা দারুণ উপভোগ করবেন।
দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারত। দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও খেলা শুরুর সময় এখনো নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, ভারত ২০২২ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল। সেই ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় স্বাগতিকরা। আর গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ ভারত সফরে যায়। সেই সিরিজে দুই টেস্ট ও তিন ওয়ানডের সবকটিতেই হারের স্বাদ পায় বাংলাদেশ।
বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু
১৭ আগস্ট ১ম ওয়ানডে মিরপুর
২০ আগস্ট ২য় ওয়ানডে মিরপুর
২৩ আগস্ট ৩য় ওয়ানডে চট্টগ্রাম
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু
২৬ আগস্ট ১ম টি-টোয়েন্টি চট্টগ্রাম
২৯ আগস্ট ২য় টি-টোয়েন্টি মিরপুর
৩১ আগস্ট ৩য় টি-টোয়েন্টি মিরপুর
আরটিভি/এসকে/এস