ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ট্রলারডুবিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৭ জানুয়ারি ২০২১ , ০৭:০০ পিএম


loading/img
ছবি আরটিভি নিউজ

গোপালগঞ্জের মধুমতি নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

গতকাল শনিবার দিনগত রাত দুইটার দিকে সদর উপজেলার তালা এলাকায় মধুমতি নদীতে এ ঘটনা ঘটেছে।

আজ রোববার সকাল ৯টা থেকে একদল ডুবুরী উদ্ধার কাজ শুরু করে দুপুর আড়াইটার দিকে ট্রলারের মধ্য থেকে রিপন চৌকিদার (২২) নামে এক শ্রমিদের লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

অপর শ্রমিক বিল্লাল হোসেনের (২৮) লাশ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

নিহত রিপন চৌকিদার ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল গনির এবং নিখোঁজ বিল্লাল হোসেন একই গ্রামের আবু মৃধার ছেলে।

ফায়ার সার্ভিসের লিডার আবুল বশার তালুকদার আরটিভি নিউজকে জানান, বালুভর্তি ওই ট্রলারটি ঘটনাস্থলে নোঙ্গরকৃত অবস্থায় ছিলো। গভীর রাতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে ঘুমন্ত ওই তিন শ্রমিকের মধ্যে রুহুল আমীন উপরে উঠে এলেও বাকি দু’জন ট্রলারের সঙ্গেই ডুবে যায়। পরে সকালে ফায়ার-সার্ভিসের ডুবুরী দল উদ্ধার কাজে নামে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |