ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৮ জানুয়ারি ২০২১ , ১২:৪৫ পিএম


loading/img
ছবি সংগৃহীত

মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে মনিকা একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার সকালে সদর হাসপাতালসংলগ্ন মনিকা একাডেমির কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবুজকথা আঞ্চলিক শিল্প ও সাহিত্য পরিষদের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন প্লাজা নড়াইলের ব্যবস্থাপক আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন সোনালী ব্যাংক নড়াইল আঞ্চলিক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মফিদুল ইসলাম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল জেলা রাইস মিল সমিতির সভাপতি আমিনুর রহমান মিটু।

বিজ্ঞাপন

অনুষ্ঠান পরিচালনা করেন মনিকা একাডেমির পরিচালক ও সবুজকথা সাহিত্য পত্রিকার সম্পাদক সবুজ সুলতান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লোহাগড়ার সত্রহাজারী এল এস জে এন ইউনিয়ন ইনিস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক  আ ন ম মাজহারঙল হক, বল্লারটোপ আইডিয়াল কলেজের প্রভাষক মঞ্জুরুল কবীর নিউটন, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, অগ্নিবীণা নড়াইল জেলা শাখার সভাপতি কবি মাহবুবার রহমান মিঠু, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ, মনিকা একাডেমি ও সুমিতা ফ্যাশনের সহকারী পরিচালক নিলাসা আক্তার।

এদিকে আলোচনা শেষে সন্ধ্যায় চিত্রাঙ্কন, আবৃত্তি, গজল, সাধারণ জ্ঞান, কবিতা ও ছোট গল্প প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |