রাজশাহী রাজপাড়া থানার বহরমপুর এলাকার ঐতিহ্য চত্বরে তল্লাশিচৌকিতে মোটরসাইকেলের কাগজ চাওয়ায় পুলিশের সার্জেন্টকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে দুই যুবক। আজ মঙ্গলবার দুপুরে বহরমপুরে পুলিশের তল্লাশিচৌকিতে ওই দুই যুবক সার্জেন্টের হাত ভেঙে দেয়।
আহত অবস্থায় বিপুল ভট্টাচার্য (৩২) নামের ওই সার্জেন্টকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সার্জেন্ট বিপুলকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, সার্জেন্ট বিপুল ভট্টাচার্য মোটরসাইকেলের কাগজপত্র দুই যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই যুবকের মধ্যে একজন প্রথমে সার্জেন্ট বিপুলের ওপর হামলা চালান। মোটরসাইকেল জব্দ করা হলেও দুই যুবককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশ মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করার সময় এক যুবক রাস্তার পাশ থেকে কাঠের চলা দিয়ে সার্জেন্টকে মারতে যান। একপর্যায়ে তারা তাকে কাঠের চলা দিয়ে আঘাত করেন। লোকজন জড়ো হওয়ার আগেই দুই যুবক পালিয়ে যান।
মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ ঘটনায় ওই সার্জেন্টের বাঁ হাত ভেঙে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।
এফএ