বিশ্বের দূষিত শহরের তালিকায় সবার শীর্ষে ঢাকা। আজ শুক্রবার সকালে ২১৬ একিউআই স্কোর নিয়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় রাজধানীর বাতাস।
বাতাসের মান নিয়ে তৈরি করা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
ভিয়েতনামের হ্যানয় এবং আফগানিস্তানের কাবুল যথাক্রমে ২০৯ ও ২০৫ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। সূত্র: ইউএনবি
শীতের শুষ্ক মৌসুমে ঢাকার বাতাস দূষিত হয়ে উঠে। তবে এবার কোভিড-১৯ মহামারির কারণে চলাচল সীমিত এবং সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মনে করা হয়েছিল বাতাসের মানে উন্নতি হবে। কিন্তু নির্মাণ কাজের আধিক্যের কারণে বাতাস অস্বাস্থ্যকরই থেকে গেছে।
এফএ