ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ঘর ভাড়া নিয়ে জুয়ার আসর থেকে আটক ৯ 

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৪ জানুয়ারি ২০২১ , ০৫:৪৮ পিএম


loading/img
চট্টগ্রামে জুয়ার আসর থেকে মূলহোতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম নগরীর একটি জুয়ার আসর থেকে মূলহোতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে ডবলমুরিং থানার আবিদারপাড়া বিল্লাপাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- মো. রুবেল (২৫), মো. জসিম (৩০), মো. মনির (৩০), সিরাজ (৫০), সুমন (৩৫), মো. মনির (৫০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), খোকন (২৮) ও নুরুজ্জামান (৪৫)।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আরটিভি নিউজকে বলেন, ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এখানে জুয়ার আসর চলছিল। বাবুলের ভাড়া ঘরে আজ অভিযান চালিয়ে এই আসর উচ্ছেদ করা হয়। এ সময় নগদ ২ হাজার ৮১০ টাকা আর জুয়ার সরঞ্জামাদিসহ ৯ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। 
জিএম/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |